Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ফাপোর ইউনিয়নের ইতিহাস

১। ভৌগলিক অবস্থানঃ- বগৃড়া জেলা, বগুড়া সদর উপজেলা এর ১নং ফাপোর ইউনিয়ন বগুড়া জেলার পশ্চিমে অবস্থিত।

২। জনসংখ্যাঃ- জনসংখ্যা প্রায় ১৭,০০০ (সতের হাজার)। শিক্ষার হার- ৮০% । শতকরা ৯৫% মুসলমান, ৪% হিন্দু এবং ১% অন্যান্য ধর্মাবম্বী।

৩। শিক্ষা ও সংস্কৃতিঃ- অত্র ইউনিয়নে শিক্ষার হার শতকরা ৮০% ভাগ। এখানে ১টি কলেজ, ২ মাধ্যমিক বিদ্যালয়, ৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৪টি ব্যাক স্কুল অবস্থিত। ঐ সকল সংগীত বিদ্যালয়ে ছোট ছোট ছেলেমেয়েদের ও কিশোর কিশোরীদেরকে গান-বাজনা শেখানো হয়। এ সমস্ত শিক্ষার্থীদের দ্বারা বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে গান-বাজনা পরিবেশন করা হয় ।

৪। যোগাযোগঃ- বগুড়া সাতমাথা হইতে তিনমাথা রেলগেট থেকে কাহালু রোড সংলগ্ন কৈচড় বাজার নাম স্থানে অবস্থিত।

৫। কৃষিঃ- ফাপোর ইউনিয়নের শতকরা ৬৫০% লোক কৃষির উপর নির্ভরশীল। এখানে প্রচুর পরিমানে ধান, গম, সরিষা, আলু এবং সবজীর চাষ-আবাদ করা হয়, যা অত্র এলাকার চাহিদা পূরণের পরও দেশের বিভিন্ন এলাকায় রপ্তানী করা যায়।

১১। প্রখ্যাত ব্যক্তিবর্গঃ- মোহনপুর ইউনিয়নে অনেক সুনামধন্য লোকের জন্ম। বিশেষ করে লাহিড়ী পরিবারে জন্ম “অমূল্য লাহিড়ী” নামে একজন বিশিষ্ট রাজনীতিবিদ ছিল। তার নামানুসারে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন নামে পরিচিতি লাভ করে। ইহাছাড়া ক্ষিতিমোহন লাহিড়ী, মির্জা মেনহাজ উদ্দিন, মিজানুর রহমান খন্দকার, অধ্যক্ষ আবুল হোসেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য- উত্তর বঙ্গের লালসূর্য পলাশ ডাঙ্গার সর্বাধিনায়ক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ আব্দুল লতিফ মির্জাসহ আরও অনেক রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সমাজ সেবক ব্যক্তিদের জন্ম হয়েছিল। যাহারা দেশ ও জাতীর জন্য গর্ব।